মাওলানা আবুল খায়ের

মুহতামিম

মুহতামিমের বাণী

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
মুহতারাম, আপনি জেনে আনন্দিত হবেন, ১৪১৩ বাংলা, ২০০৬ ইংরেজী, ১৪২৭ হিজরী মোতাবেক চাটখিল থানাধীন পশ্চিম নাহারখিল গ্রামে “দারুল মা’আরিফ” নামে একটি কওমী মাদরাসা প্রতিষ্ঠিত হয়। আল্লাহর রহমতে এবং আপনাদের নেক দোয়া ও সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে নূরাণী, হিফয ও কিতাব বিভাগে জামাতে উলা (মিশকাত শ্রেণী) পর্যন্ত উন্নীত হয়। বর্তমানে মাদরাসায় প্রায় ৩৮০ জন ছাত্র-ছাত্রী ও ২২ জন শিক্ষক রয়েছে।

মাদরাসার গোরাবা ফান্ড থেকে গরীব, এতিম ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সাধ্যানুযায়ী কিতাবাদী, প্রয়োজনীয় ঔষুধ ও খাবারের ব্যবস্থা করা হয়। বর্তমানে ছাত্র-ছাত্রীদের ক্রমবৃদ্ধি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে প্রতিষ্ঠান আপনাদের নিকট পূর্বের তুলনায় আরও বেশী সাহায্য সহযোগিতা কামনা করছে।

অতএব, দ্বীন দরদী মুসলিম ভাই বোনদের খেদমতে আকুল আবেদন, আপনাদের এককালীন দান- সাদ্কা, যাকাত ও ফিতরা ইত্যাদি প্রদান করে প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতায় এগিয়ে আসুন।

নিবেদক
মাওনালা মুহা. আবুল খায়ের
মুহতামিম, দারুল মা’আরিফ কাওমি মাদ্রাসা
01726649092, 01710525053